শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ

ধুনটে প্রধান শিক্ষককে শোকজ

ধুনটে প্রধান শিক্ষককে শোকজ

ধুনট (বগুড়া), ২৮ মার্চ, এবিনিউজ : বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা এবং সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পূর্ব হাসাপোটল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ১৬/১০/২০১৭ইং তারিখে তফসিল ঘোষণার পরও ওই বিদ্যালয়ে কোন কমিটি গঠন করেননি।

এছাড়া তিনি তার অফিসকক্ষে বৃষ্টির পানি যাতে না ঢোকে এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি জানালায় এলোমেলোভাবে লাগিয়ে রেখেছেন। এতে তিনি নীতিমালা লঙ্ঘন ও সরকারি শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ করেছেন। যাহা সরকারী কর্মচারী (বিশেষ বিধান অধ্যাদেশ) ১৯৭৯ এর পরিপস্থি।

এ কারণে প্রধান শিক্ষক আবু বক্করের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও বেতন ভাতাদী প্রদান স্থগিত রাখার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রেরন করা হবে না তার ব্যাখ্যা চেয়ে চার দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর বলেন, গত ২৬ মার্চ রাতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বৃষ্টির পানিতে ভিজে যায়। এ কারণে পরদিন বিদ্যালয়ে গিয়ে ছবি দুটি জানালার পাশে রোদে শুকাতে দিয়েছিলাম। পরে নতুন ছবি লাগিয়েছি। এছাড়া বিদ্যালয়ে একাধিক প্রার্থী থাকায় ম্যানজিং কমিটি গঠন করা সম্ভব হয়নি।

ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক আবু বক্করকে শোকজ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শোকজের সুনির্দিষ্ট মন্তব্য দাখিল করতে না পারলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত