শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে দুলালপুর ইউপি’র উপ-নির্বাচন

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে দুলালপুর ইউপি’র উপ-নির্বাচন

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে দুলালপুর ইউপি’র উপ-নির্বাচন

নরসিংদী, ২৯ মার্চ, এবিনিউজ : সকাল থেকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।

আজ বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইউনিয়নের ১৩টি কেন্দ্রের ৭৬টি বুথ এ ভোট গ্রহণ হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত বছর ৯ ডিসেম্বর নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া হোসেন নাজির মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূণ্য হয়। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে দুলালপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। দুলালপুর ইউনিয়নের মোট ভোটার ২৫ হাজার ১৮১ জন। এদের মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৪ জন এবং পুরুষ ভোটার ১২ হাজার ১৭৭ জন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে দুলালপুর ইউপি’র উপ-নির্বাচননির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দলীয় প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

তাঁরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম মুক্তা (নৌকা), বিএনপির প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক মোল্লা শামীম (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেরাজুল হক মেরাজ (আনারস), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আলমগীর হোসেন আলম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম স্বপন (রজনীগন্ধা)।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত