![হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/hobigonj-accident_132639.jpg)
হবিগঞ্জ, ২৯ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সৈয়দপুর মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও এক নারী রয়েছে বলে জানালেও তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমল ভৌমিক বলেন, সিলেট থেকে হবিগঞ্জগমী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয়। হাসপাতলে নেওয়ার পর একজন মারা যান। ২ জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাকি একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এবিএন/মোঃ নুরুজ্জামান ভূইয়া/সাদিক/জসিম