
রুমা (বান্দরবান), ২৯ মার্চ, এবিনিউজ : বান্দরবানের রুমা বাজারে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পচা-গলা মাছ বিক্রি হচ্ছে দেদারসে, ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। বিক্রেতারা আগের দিনের বিক্রি না হওয়া এমনকি দু’তিন দিন আগের মাছ তাজা বা আজকেই আনা অথবা নানা কৌশলে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় নোংরা জায়গায় পচা-গলা মাছ এবং মাছিতে ভন ভন করছে পুরো মাছ বাজার, দেখে মনে হয় আস্ত একটা নর্দমা। প্রতিদিন বিকেল জমে ওঠে এ মাছ বাজার। মাছ ছাড়াও এখানে সবজি, ফল-ফলাদি, হাস-মুরগি বিক্রি হয়। চাকরিজীবি এবং স্থানীয়দের একমাত্র কাঁচা বাজার এটি, ফলে বাধ্য হয়েই তারা বাজার করেন এখান থেকে। মাছ কিনে বাসায় ফিরেই অনেক ক্রেতা বিপাকে পড়ে যাচ্ছেন।
ব্যবসায়ীরা মাছ আনেন কক্সবাজার থেকে, দূরত্ব বেশি হওয়ায় রুমা মাছ বাজারে পৌঁছতে লেগে যায় কয়েকদিন। এতে মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক। সঠিক পরিবহন এবং সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজন হলেও ব্যবসায়ীরা তা মানছেন না। অনেক সময় স্থানীয় পুকুর-জলাশয়ের পঁচা মাছও বাজারে বিক্রি হচ্ছে।
পঁচা মাছ কৌশলে বিক্রি করতে আগ্রহী কিন্তু সঠিক সংরক্ষণ (Preservation) ব্যবস্থা গ্রহণ করে ভালো মাছ বিক্রি করতে আগ্রহী নয় কেন? এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি দীর্ঘদিনের মাছ ব্যবসায়ী বাবুল বড়ুয়া।
এ প্রতিবেদকের কাছে মংক্য মারমা, মংমংসিং মারমাসহ কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করেন। তারা ইতিপূর্বেও ছবি সমেত সাধারণ ক্রেতাদের সচেতন করতে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন।
এবিএন/চনুমং মারমা/জসিম/এমসি