![দাউদকান্দিতে মা সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/sova_abnews_132660.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ২৯ মার্চ, এবিনিউজ : প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া বলেছেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।
সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতে এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মান উন্নয়নে বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মাষ্টারের সভাপতিত্বে এই মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুরানপুর করিমুন্নেসা উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও প্রধান অতিথির সহধর্মিনী মিসেস মাহমুদা ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার।
আরো বক্তব্য রাখেন- তিতাস উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, জিংলাতুলি ইউপি চেয়ারম্যান আলমগীর মোল্লা, গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্য আ.স.ম আব্দুন নুর, গৌরীপুর বাজার উন্নয়ন কমিটির সাধরণ সম্পাদক নোমন সরকার, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসে হাজারী, আবুল কাসেম, কালুন ভূইয়া, ওমর ফারুক ও ওমর ফারুক মিয়াজী প্রমুখ।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি