![হালুয়াঘাট পৌরসভায় ভোট গ্রহণ চলছে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/vote_abnews_132667.jpg)
ময়মনসিংহ, ২৯ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।
তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা উঠার পরপর ভোটার উপস্থিতি বাড়ছে। এদিকে নির্বাচন সুষ্ট হচ্ছে এবং সবাইকে সমানভাবে দেখা হচ্ছে বলে দাবি করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব শাহ্।
২০১৪ সালের ২০ জানুয়ারি হালুয়াঘাটকে নতুন পৌরসভা ঘোষনা করে প্রজ্ঞাপণ জারি করে সরকার। চলতি বছর ১৮ ফেব্র“য়ারি নির্বাচন কমিশন কর্তৃক পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
৬ দশমিক ৫৬ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভায় ৫১ হাজার অধিবাসী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪ শত ২৭ জন। নারী ভোটার ৭ হাজার দুই শত, বাকীরা পুরুষ ভোটার। পৌরসভায় ৯টি ভোট কেন্দ্র, কক্ষ ৪৮, অস্থায়ী কক্ষ ৩টি। নির্বাচন সুষ্ট হচ্ছে এবং সবাইকে সমানভাবে দেখা হচ্ছে বলে দাবি করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুব আলম শাহ্।
আজ বৃহস্পতিবার সকাল উপজেলার পৌর এলাকার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনের সময় ভোট দিতে দেখা যায় সাধারন ভোটারদের।
জানা যায়, মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলার পদে ৪৫ এবং সংরক্ষিত ১০ নারী সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। মেয়র পদে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ, প্রতীক ধানের শীষ। আ.লীগের প্রার্থী মো খায়রুল আলম ভুঞা, প্রতীক নৌকা। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নাদিম আহমেদ কম্পিউটার এবং সাবেক আ.লীগ নেতা ছালেহ্ আহাম্মদ লড়ছেন নারিকের গাছ নিয়ে। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার সাহা মোবাইল ফোন এবং মোতালেব হোসেনের প্রতীক জগ নিয়ে মাঠে রয়েছেন।
এদিকে ভোটকেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম হলেও মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশী। নির্বাচন কর্মকর্তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে। নির্বাচন সুষ্ট করতে ১জন রিটার্নিং, একজন সহকারী রিটানিং অফিসার, পুলিশ র্যাব বিজিবিসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তিনটি মোবাইল টিম ও দুইটি স্টাইকিং ফোর্স এর সাথে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৯টি ভোট কেন্দ্রেও ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি