![ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/kurigram_rally_abnews24_132669.jpg)
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), ২৯ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার ভূরুঙ্গামারী দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের যৌথ আয়োজনে সকাল ১১ টায় ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
দুপ্রক সভাপতি ওয়াজেদ আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, দু-প্রক সহ সভাপতি আসাদুজজামান, সদস্য আনিছার রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুপ্রক সম্পাদক হাফিজুর রহমান মন্ডল। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনীতিবীদ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করে।
এবিএন/এ এস খোকন/জসিম/এনকে