![সুন্দরগঞ্জে পিআইও’র দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/fire_abnews_132673.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২৯ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে ২০১৭-১৮ অর্থ বছরের বিশেষ বরাদ্দকৃত ২ কোটি ২৮ লাখ টাকা টিআর ও কাবিখার অর্থ দুর্নীতির অভিযোগ এনে তার অপসরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার সময় উপজেলা চত্বরে আ.লীগ কর্তৃক আয়োজিত মানববন্ধনে শত শত আ’লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগ উপজেলা যুগ্ম-আহ্বায়ক পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, জুফফিকার আলী ভুট্টু, আহসান হাবীব সরকার মিন্টু, হাফিজা বেগম কাকলী, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ।
আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শহিদুল ইসলাম, বেলকা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, এলাকাবাসি গোলাম মুর্ত্তুজা টুকু, সাইফুল ইসলাম প্রিন্স, সাইফুল ইসলাম, মোক্তাদুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন দুর্নীতিবাজ পিআইও যোগদানের পর থেকে এ উপজেলায় নামে- বেনামে প্রকল্প তৈরি করে নামে মাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত করে আসছেন।
এছাড়া নদী ভাঙন ও অসহায় মানুষের আবাসস্থল নিশ্চিত করণের জন্য দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ঢেউটিন নামে-বেনামে বিতরণ দেখিয়ে কালো বাজারে বিক্রি করে আত্মসাত করে আসছে। দুর্নীতিবাজ পিআইও ৭ দিনের মধ্যে বদলীসহ অপসরণ না হলে বৃহত্তর আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনের পূর্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে এবং উপজেলা চত্বরে পিআইও’র কুশপুত্তলিকা দাহ করেন।
এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি