শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজা নিহত

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজা নিহত

রংপুর, ২৯ মার্চ, এবিনিউজ : রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজা নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রাম আনোয়র গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়রাম আনোয়র গ্রামের মনছুর আলীর ছেলে আলমগীর হোসেন আলম (৩২) এবং তার ভাতিজা লুৎফর রহমানের ছেলে আসকর আলী (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপনের কাজ চলছিল। আনুষ্ঠানিকভাবে লাইনটি চালু করা না হলেও বিদ্যুৎ সংযোগ ছিল। সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য গাছের ডাল কাটছিলেন। একটি গাছের ডাল বিদ্যুৎ লাইনের ওপর পড়লে নিহত দুই ব্যক্তি গাছের ডাল সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং পরে মারা যায়।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঠিকাদারের দুজন লোককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনায় সজিব ও রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা বিদ্যুৎ সংযোগ লাইনের ঠিকাদারের লোক।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত