শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোবিন্দগঞ্জে কলেজের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

গোবিন্দগঞ্জে কলেজের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

গোবিন্দগঞ্জে কলেজের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ২৯ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজের ভৌত অবকাঠামোর ব্যাপক সমস্যায় জর্জরিত। শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো (ফ্যাসালিটিজ) বিল্ডিং বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ অতী জরুরী ভাবে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে ১০ কি: মি: পশ্চিমে রাজা বিরাট সড়কের ইসলামপুর নামক স্থানে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বর্তমান অধ্যক্ষের পিতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলহাজ্ব ইজাহারুল ইসলাম ১৯৬৫ সালে ৪ একর ১০ শতক জমির উপর সবুজ শ্যামল ছায়া ঘেরা মোনোরম পরিবেশে স্থাপন করে সংযুক্ত পিয়ারাপুর আইজিএম স্কুল।

এলাকার সাধারণ ঘরের সন্তানদের উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে বিদ্যালয়টি ১৯৯৫ সালে মহাবিদ্যালয় ও ২০০০ সালে কারিগরি শাখায় উন্নিত করা হয়।

বর্তমানে এ প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১ হাজার ৫ শ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। এদের জন্য প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ ৮৭ জন শিক্ষক কর্মচারী কর্মরত থাকলেও ভৌত অবকাঠামোর অভাবে শিক্ষাদান ব্যাহত হচ্ছে। ভৌত অবকাঠামো বলতে বর্তমানে আর্ন্তজাতিক মাপের খেলার মাঠ, অধ্যক্ষের কক্ষ , শিক্ষকের কক্ষ, লাইব্রেরী , নামাজঘর, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ছাত্র/ছাত্রী কমনরুমসহ ৪৪ টি অর্ধ পাকা টিন সেড কক্ষ রয়েছে।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ফারুক তার ধ্যান, জ্ঞান ও মন এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে। তিনি বলেন, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত বর্তমানে এই প্রতিষ্ঠানে জে এস সি , এস এস সি ও এইচ এস সি বোর্ড পরীক্ষা কেন্দ্র রয়েছে। পার্শ্ববতী ৭/৮ কি: মি: এর মধ্যে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এ প্রতিষ্ঠানে অত্র এলাকার শিক্ষার্থীসহ ঘোড়াঘাট, পাচঁবিবি ও কালাই উপজেলার অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষ করে এ প্রতিষ্টানে অধ্যায়ন করছে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা শেষ করে উচ্চতর ডিগ্রী অর্জনের মাধ্যমে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সরকারী ও বে-সরকারী উচ্চ পদস্থ্য পদে কর্মরত রয়েছেন। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী এ প্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো হিসেবে সীমানা প্রাচীরসহ আধুনিক বহুতল বিশিষ্ট (একাডেমিক) ভবন নির্মাণ করা হলে শিক্ষার মান উন্নয়নে অদ্বিতীয় প্রতিষ্ঠানে উন্নিত করা সম্ভব।

যেহেতু অবকাঠামোর অভাবে শিক্ষার মান উন্নয়নের ব্যাঘাত ঘটছে, সেহেতু শিক্ষার উন্নয়নে একাডেমিক ভবন নির্মাণে এলাকার কৃতি সন্তান শিক্ষা অনুরাগী , বিশিষ্ট রাজনীতিবীদ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল ও কলেজ কতৃপক্ষ।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত