![সিরাজগঞ্জে প্রেমিকের হাতে যুবক খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/sirajgoang_abnews24 copy_132686.jpg)
সিরাজগঞ্জ (রাজশাহী), ২৯ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের ৫ দিন পর নববধু ও তার প্রেমিকের মারপিটে আহত আব্দুল মজিদ (২১) এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এ ঘটনায় নববধু আল্পনা খাতুন (১৯) কে আটক করেছে পুলিশ। নিহত মজিদ ওই হাট চৌবিলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। সলঙ্গা থানার ওসি ওহেদুজ্জামান জানান, শুক্রবার বিকেলে হাট চৌবিলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে আব্দুল মজিদের সাথে চৌবিলা চকপাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আল্পনা খাতুনের বিয়ে হয়।
বিয়ের পরদিন শনিবার নববধুসহ শ্বশুরবাড়ীতে যান মজিদ। ওইদিন রাতে নববধূ আল্পনা ও তার প্রেমিক পরিকল্পিতভাবে মজিদকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরদিন শনিবার সকালে একটি বাঁশঝাড়ের পাশে মজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে জখম করা হয়েছে। এদিকে তার মৃত্যুর পর আজ বৃহস্পতিবার সকালে নববধূ আল্পনাকে আটক করে সলংগা থানা পুলিশ হেফাজতে এনে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এনকে