![সিরাজগঞ্জে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/atok2_132687.jpg)
সিরাজগঞ্জ, ২৯ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পুলিশ ১৩৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের প্রদীপ (২৫) ও কোমল সাহা (৩০)।
বঙ্গবন্ধু থানার এস.আই বেনু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই কলোনির জামালের বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে এই মাদকের ব্যাবসা করে আসছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট তানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম. তফিজ উদ্দিন/জসিম/এমসি