![শ্রীমঙ্গল থানাকে গাড়ী দিল গ্র্যান্ড সুলতান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/sreemangal-poice-abnews_24_132690.jpg)
শ্রীমঙ্গল, ২৯ মার্চ, এবিনিউজ : নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, চায়ের রাজধানী ও পর্যটন শহর শ্রীমঙ্গল। শান্তিপূর্ণ পর্যটন শহর হিসাবে শ্রীমঙ্গলের নাম সারাদেশে তথা সারাবিশ্বে সমাদৃত। তাই বছরের প্রতিদিন শত শত দেশি-বিদেশি পর্যটক শ্রীমঙ্গলে ভিড় জমান।
এ লক্ষ্যে শ্রীমঙ্গল থানার সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করতে শ্রীমঙ্গল থানাকে একটি টহল গাড়ি দিলেন শ্রীমঙ্গলের পাঁচতারকা মানের হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ।
আজ বৃহস্পতিবার দুপুরে টি রিসোর্টের বলরূমে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল গাড়ীটি গ্রহন করেন।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ’র চেয়ারম্যান খাজা টিপু সুলতান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, ব্যবসায়ী সমিতির সম্পাদক কামাল হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফের ব্যবস্থাপনা পরিচালক সোহেল ইবনে বতুতা ও সহকারী জেনারেল ম্যানেজার মো. আরমান খান।
পুলিশ সুপার মো. শাহজালাল শ্রীমঙ্গল থানা পুলিশের কাজে সহযোগীতা করার জন্য গাড়ী প্রদান করায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এটি সামাজিক দায়বদ্ধতার একটি চমৎকার উদাহরণ।
দেশের প্রতি পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন, ছোট্ট পরিসরে হলেও পুলিশ বাহিনীর কর্মকান্ডে অংশ নিতে পেরে তিনি গর্বিত।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এনকে