সিরাজগঞ্জ, ২৯ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার জাল সনদে পুলিশ কন্সটবল পদে চাকরী নেয়ার চেষ্টার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার খোড়ারগাতীঁ গ্রামের মোতালেব আলীর ছেলে ওবায়দুল হক (২১), একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০), ঢলডোব গ্রামের ইউনুছ আলীর ছেলে আব্দুল খালেক (১৯) ও কামারখন্দ উপজেলার চালা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মনছুর আলী (১৯)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি দাউদ জানান, গত ৬ মার্চ সিরাজগঞ্জ পুলিশ লাইন মাঠে পুলিশ কন্সটবল পদে ওই ৪ যুবক অংশ গ্রহণ করে। পুলিশ নিয়োগ বিধি মতে কন্সটবল পদে তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়। পুলিশ কন্সটবল নিয়োগ বোর্ডের গোপন তদন্তে তাদের মুক্তিযোদ্ধার সনদ জাল প্রমাণিত হয়।
এ অভিযোগে পুলিশ বৃহস্প্রতিবার ভোর রাতে অভিযান চালিয়ে ওই ৪ যুবককে গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এনকে