বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

‘সাইবার হামলা’ প্রতিরোধের দাবি মালয়েশিয়া কেন্দ্রীয় ব্যাংকের

‘সাইবার হামলা’ প্রতিরোধের দাবি মালয়েশিয়া কেন্দ্রীয় ব্যাংকের

ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : ভুয়া সুইফট মেসেজের মাধ্যমে অনুনোমোদিত অর্থ স্থানান্তরের চেষ্টা শনাক্ত করার পর তারা তা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেছে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্যাংক নেগারা মালয়েশিয়া জানিয়েছে, গত মঙ্গলবার ওই হ্যাকিং চেষ্টায় তাদের কোনো আর্থিক ক্ষতি হয়নি।

বিবৃবিতে বলা হয়েছে, সুইফট এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক অনুনোমোদিত অর্থ স্থানান্তরের সব চেষ্টা তাৎক্ষণিকভাবে আটকে দিয়েছে ।

ব্যাংকটি বলেছে, ওই হ্যাকিং চেষ্টার কারণে তাদের স্বাভাবিক লেনদেন ব্যবস্থাপনায় কোনো বিপত্তি ঘটেনি।

অংশীজনের স্বার্থরক্ষায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে একটি তদন্ত শুরু করার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অর্থ স্থানান্তরের ওই অনুরোধ সুইফটের গ্লোবাল পেমেন্টস নেটওয়ার্ক সথেকে এসেছিল কি না, তা স্পষ্ট করেনি মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বিস্তারিত তথ্যও তারা প্রকাশ করেনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার একই কায়দায় চুরি হয়। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। তার মধ্যে দেড় কোটি ডলার উদ্ধার করা গেলেও বাকি অর্থ উদ্ধারে এখনও তেমন কোনো অগ্রগতি নেই।

গতবছর ফেব্রুয়ারিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকেও ৩৩ কোটি ৯৫ লাখ রুবল চুরি যায় বলে সম্প্রতি দেশটির পক্ষ থেকে জানানো হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত