বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিএ ফার্মের যোগসাজশে শেয়ার বাজারে দুর্নীতি: দুদক চেয়ারম্যান

সিএ ফার্মের যোগসাজশে শেয়ার বাজারে দুর্নীতি: দুদক চেয়ারম্যান

ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : শেয়ার বাজারের বিভিন্ন কোম্পানির সঙ্গে কিছু সিএ ফার্ম যোগসাজশ করে বিভিন্ন সময় আর্থিক বিষয়ের ভুল তথ্য দেয়ায় সাধারণ শেয়ার হোল্ডাররা প্রতারিত হচ্ছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি প্রতিরোধে শ্রেষ্ঠ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃষ্টি আকর্ষণ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘শেয়ার বাজারে বিশেষ ক্ষেত্রে কিছু অসাধু প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোম্পানির আর্থিক বিবরণী দিচ্ছে, যেটি সম্ভবত সঠিক না। বিভিন্ন সিএ ফার্মের সঙ্গে হাত মিলিয়ে তারা এ ধরনের কাজ করছেন। আবার ওই ফার্মই সেই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী যখন ব্যাংকে জমা দিচ্ছে, তখন সেটি সম্পূর্ণ ভিন্ন। আবার একই ফার্ম একই কোম্পানির ইনকাম ট্যাক্সের যে রিপোর্ট জমা দিচ্ছে, সেটি অন্যরকম।’

দুদক এ ধরনের অভিযোগ পেলেও এখনো তদন্তে যায়নি জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা প্রত্যাশা করি সিএ ফার্মগুলো সঠিক তথ্য প্রদান করবে। তবে সেটি না হয়ে থাকলে আমরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করে দেখতে পারেন, অথবা যদি অনুমতি দেন আমরাও তদন্ত করতে পারি।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে এটা সত্য। তবে এটাও সত্য দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে আরও এগিয়ে যাওয়া সম্ভব ছিল।’

দুদকের কার্যক্রমে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা যে পরিমাণ অর্থ চেয়েছি তাই পেয়েছি, যে জনবল চেয়েছি তাই পেয়েছি, যে জনবল চায়নি সরকার তা ফেরত নিয়েছে।’

কিছু দুর্বৃত্তের সীমাহীন লোভের কারণে বাংলাদেশে বর্তমানে যে দুর্নীতি হচ্ছে, তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান দুদক প্রধান।

কমিশনে এসেছে এমন একটি অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘কোনো কোনো অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠান একই বছরে ভিন্ন ভিন্ন তথ্য সংবলিত আর্থিক বিবরণী প্রস্তুত করে তা বিভিন্ন সংস্থায় ব্যবহার করছে।’

‘আয়কর বিভাগে যে আর্থিক বিবরণী দেওয়া হয়েছে, তার সঙ্গে আইপিওর জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণী কিংবা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য জমা দেওয়া আর্থিক বিবরণির কোনো মিল নেই। এটা কিভাবে সম্ভব? ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি বছরের প্রতিটি আর্থিক বিবরণী অবশ্যই একই হতে হবে।’ এ জাতীয় অভিযোগ যতি সত্য হয়, তাহলে দুদক অবশ্যই বিষয়টি আমলে নিবে তিনি বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মানুষ সাধারণত অভাবের কারণে দুর্নীতি করে। তবে আমরা জনগণের অভাব দূর করার চেষ্টা করেছি। দেশে এখন দুর্নীতি অনেক কমে গেছে। অভাবের কারণে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। এরপরেও যারা দুর্নীতি করছেন তারা লোভের কারণে করছেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের দুর্নীতি অনেক কমে গেছে এবং আশা করছি আগামীতে তা আরো কমে আসবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে, তবে তা বাস্তবায়নে বেশ সময় লাগবে।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে ঢাকা বিভাগে নরসিংদী এবং ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলাকে পুরস্কৃত করা হয়েছে। একইভাবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে প্রথম, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে দ্বিতীয়, সরিষাবাড়ী এবং গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে যৌথভাবে তৃতীয় শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিতরণী শেষে শিশুশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত