![‘শিক্ষা হচ্ছে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/sova_abnews_132735.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ২৯ মার্চ, এবিনিউজ : শিক্ষা হচ্ছে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষাক্ষেত্রে সরকার অবকাঠামোসহ শিক্ষার মান উন্নয়নের ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। সন্তান যেন সু-সন্তান হয়ে নৈতিক শিক্ষায় গড়ে ওঠতে পারে সে দিকে নজর দিতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও মা সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন এ কথা বলেন।
দিদারুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসার সদানন্দ পাল, সহকারি শিক্ষা কর্মকর্তা লতিকা রতœম মান্না, শাহেদা বেগম, আমাতুল্লাহ আরজু, শিক্ষানুরাগী শফিকুল ইসলাম শাহীন, তারিকুল ইসলাম।
এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা মেম্বার নাজমা আকতার, পরিচালনা পর্ষদের সদস্য নেজাম উদ্দীন, আবুল কাসেম, আরজু সুলতানা, মর্জিনা বেগম, রহিমা বেগম, রেনু আকতার ও শিক্ষার্থী ফৌজিয়া ইসলাম।
এবিএন/রাজু দে/জসিম/এমসি