![কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/atok2_132738.jpg)
ঝিনাইদহ, ২৯ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোতাহার হোসেনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল শেখ জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হেলাই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোতাহারের বাড়ি থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার কর্তব্যরত অফিসার এ.এস.আই এনামুল জানান, মোতাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা হয়েছে।
এবিএন/যবনিকা/জসিম/এমসি