শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
অতি. পুলিশ সুপার শাখাওয়াত

“মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন”

“মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন”

দাউদকান্দি (কুমিল্লা), ২৯ মার্চ, এবিনিউজ : অতিরিক্ত পুলিশ সুপার (কুমিল্লা উত্তর) মো. সাখাওয়াত হোসেন বলেন, যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। আপনাদের সন্তানদের প্রতি নজর রাখুন। পরিবারের লোকজন অধিক সচেতন হউন। আপনার সন্তান কখন কী করছে? কাদের সাথে চলছে ? কোথায় থাকে ? এ ব্যাপারে নজর রাখতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা ঈদগাহ মাঠে হাড়িয়ালা যুব উন্নয়ন সংগঠন ক্লাব ও রক্তকরবী সমাজ সেবামূলক সংগঠনের সহযোগিতায় গ্রামবাসীদের আয়োজনে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

তিনি গ্রামবাসীর উদ্দেশে বলেন, সমাজে মাদক বিক্রেতার সংখ্যায় খুব বেশি না, মাদকের বিরুদ্ধে আপনাদের একটু সচেতনতাই সমাজ ও গ্রামকে এর ভয়াল আগ্রাসন থেকে রক্ষা করবে। এ সংগ্রাম আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবেন। সেটাই দেখতে চাই।

আবু তাহের মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ আ.স.ম আব্দুন নূর, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, গৌরীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার।

আরো বক্তব্য রাখেন- গৌরীপুর বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নোমান সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন দাউদকান্দি নাগরিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক শরীফ প্রধান আব্দুল হাকিম ভূঁইয়া, আব্দুল ওয়াদুদ সরকার, রেনু মিয়া পাঠান প্রমুখ।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত