বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোসাইবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সুমন নির্বাচিত

গোসাইবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সুমন নির্বাচিত

গোসাইবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সুমন নির্বাচিত

ধুনট (বগুড়া), ২৯ মার্চ, এবিনিউজ : বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান সুমন ফুটবল প্রতীকে ২৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ইউসুফ মোরগ প্রতীকে ৮৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানাগেছে, গত তিন মাস আগে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য তোফাজ্জল হোসেন মৃত্যুবরণ করেন। এরপর থেকে ওই ওয়ার্ডের সদস্য পদ শূণ্য ছিল।

আজ বৃহস্পতিবার ওই ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন গোসাইবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমন (ফুটবল) ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ইউসুফ (মোরগ)।

আজ বৃহস্পতিবার খোকশাবাড়ী বগা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ওয়ার্ডের ২ হাজার ১৯৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আতিকুর রহমান সুমন ফুটবল প্রতীকে ৮৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নজরুল ইসলাম ইউসুফ মোরগ প্রতীকে ৮৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত