![বিশেষ কাজে সরকারি কর্মচারীরা পাবেন অতিরিক্ত সম্মানী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/econo_ministry_132746.jpg)
ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : সরকারি কর্মচারীরা তাদের দৈনন্দিন কাজের বাইরে আকস্মিক, শ্রমসাধ্য ও কৃতিত্বপূর্ণ বিশেষ কাজ করলে অতিরিক্ত সম্মানী দেবে সরকার। আজ বুধবার এ বিষয়ক পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ।
তবে কোনো অবস্থায় এর পরিমাণ ১০ হাজার টাকার বেশি হবে না। বিশেষ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। এ বিষয়ে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের জন্য আকস্মিক, কঠোর শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মানী মঞ্জুর করে পরিপত্র জারি করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগে একটি নীতিমালা অনুযায়ী এই অর্থ প্রদান করা হতো। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্টদের এখন থেকে সম্মানির অর্থ পাবার ক্ষেত্রে ৬টি শর্ত অনুসরণ করতে হবে।
প্রজ্ঞাপনে সম্মানির অর্থ প্রাপ্যতার শর্তের মধ্যে বলা হয়েছে, ‘মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত উপসচিব (৫ম গ্রেড) পর্যায়ের কর্মচারীর অনধিক ৩০ ভাগ, সহকারী সচিব (৯ম গ্রেড), সিনিয়র সহকারী সচিব (৬ষ্ঠ গ্রেড) পর্যায়ের কর্মচারীর মধ্যে উভয়ক্ষেত্রে অনধিক ৩০ শতাংশ কর্মচারীকে সম্মানি প্রদানের জন্য নির্বাচন করা যাবে। একইভাবে ১০ম গ্রেড থেকে ১৬তম গ্রেডে কর্মরত কর্মচারীর অনধিক ৩৫ শতাংশ এবং ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীর অনধিক ৪০ শতাংশ চাকরিজীবীকে সম্মানি প্রদানের নির্বাচন করা যাবে।
মন্ত্রণালয় বা বিভাগের অধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরের ক্রমিক ‘ক’ এ উল্লিখিত পর্যায়ের কর্মচারীদেরকেও অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত আদেশ অনুসরণ করে সম্মানির অর্থ প্রদান করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মানি দেওয়ার জন্য জারিকৃত অফিস আদেশে আকস্মিক, কঠোর শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ সুনির্দিষ্ট কোনো কাজের সম্মানি প্রদান করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। তবে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরের রুটিন কাজের জন্য এ সম্মানি প্রদান করা যাবে না।
শর্তের মধ্যে রয়েছে, অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ কর্তৃক জারিকৃত আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত ২০১৫ সালের ১৬ আগস্ট তারিখের সংশ্লিষ্ট স্মারকের নির্দেশনা অনুযায়ী বাজেটে অর্থ সংকুলান সাপেক্ষে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিব একজন কর্মচারীকে বছরে একবার সম্মানি প্রদান করতে পারবেন। তাও এই সম্মানির পরিমাণ হতে হবে সর্ব্বোচ্চ ১০ হাজার টাকা।
তবে কোনো কর্মচারীকে ১০ হাজার টাকার অধিক বা একই অর্থবছরে একবারের অধিক (যেকোনো অঙ্ক) সম্মানি প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি বা অনুমোদন গ্রহণ করতে হবে বলে পরিপত্রে শর্তে উল্লেখ করা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি