![কাউখালীতে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/sova_abnews_132747.jpg)
কাউখালী (পিরোজপুর), ২৯ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে জলবায়ূ পরিবর্তন জনিত আপদ প্রভাব অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এডিবি ও বাংলাদেশ সরকারের সহায়তায় গ্রামীণ পর্যায়ে উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষকসহ ২৫ জন অংশ নেন।
কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মফিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে কর্মশালায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির হাসান মো. আসিফুল হক প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তব্য দেন- উপজেলা প্রকৌশলী এসএম জাফরুল্লাহ, ফিল্ড মনিটরিং কর্মকর্তা মো. আবু বকর সিিিদ্দকী, মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন তালুকদার, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু ও শিক্ষক মনিরুল আলম সাবু প্রমুখ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি