বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • ফজিলাতুন্নেছা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ফজিলাতুন্নেছা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ফজিলাতুন্নেছা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জামালপুর, ২৯ মার্চ, এবিনিউজ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। হঠাৎ কর্তৃপক্ষের এমন ঘোষণায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, উপাচার্য নিয়োগের দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছে তারা। আন্দোলনের মুখে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিলে বাড়ি ফিরতে চরম ভোগান্তিতে পড়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

তারা আরো জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার কারণে ক্লাস করতে হয় এখানে আর পরীক্ষা দিতে হয় ময়মনসিংহ গিয়ে। এমন ভোগান্তিতে ৯০ শতাংশ শিক্ষার্থীর ফল বিপর্যয় ঘটে। এই সমস্যা উত্তোরণে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত