বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাগমারায় আ.লীগ নেত্রীর মৃত্যুতে এমপির শোক

বাগমারায় আ.লীগ নেত্রীর মৃত্যুতে এমপির শোক

বাগমারা (রাজশাহী), ২৯ মার্চ, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য সালেহা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)।

তাঁর মৃত্যুতে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি গভীর শোক প্রকাশ করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আজ বৃহস্পতিবার তাঁর বাবার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। বাদ মাগরিব চেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর স্বামীর বাড়ি ইউনিয়নের কামারখালী গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুম সালেহা বেগমের স্বামী বাবুল হোসেন গোয়ালকান্দি ইউনিয়নে ইউপি সদস্য থাকাকালীন সময়ে সর্বহারা তৎকালীন সময়ে সকাল বেলা জনসম্মুখে জবাই করে হত্যা করে। স্বামীর মৃত্যুর পর থেকে সালেহা বেগম বাবার বাড়িতে থাকতেন। সেই সময় থেকে অদ্যাবধি সালেহা বেগম ওই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। হঠাৎ করে মৃত্যুর মাধ্যমে জনকল্যাণ থেকে চিরতরে চলে গেলেন না ফেরার দেশে।

সালেহা বেগমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আ.লীগসহ ইউনিয়ন বাসীর মাঝে। মরহুম সালেহা বেগমের নামাজের জানাযার পূর্ব মুহুর্তে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা কার্যকরী কমিটির সদস্য বকুল খরাদী, কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন এলাকার জনসাধারণ।

সালেহা বেগমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জেলা পরিষদ সদস্য নারগিস বেগম, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত