![ব্যবসায় মনোপলি যাতে না হয়: বাণিজ্যমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/topayel_132755.jpg)
ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : ব্যবসার বাজার যেন এককভাবে কারও হাতে চলে না যায় সেদিকে সরকার দৃষ্টি রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য প্রতিযোগিতা নিশ্চিতকরণ-বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী একথা বলেন ।
তোফায়েল বলেন, ব্যবসায় মনোপলি যাতে না হয়। বাজারে যাতে এককভাবে কেউ কর্তৃত্ব করতে না পারে সেদিকে আমরা দৃষ্টি রাখব।
বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালাও-পোড়াও আর হচ্ছে না- এটি ভাল লক্ষণ। জেলে থাকার পরও তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। যদি অস্থিতিশীলতা করতে চায় তাদেরও ক্ষতি হবে- এই উপলব্ধি হয়েছে।
সেমিনারে সেমিনারে এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাবির বিজনেস স্টাডিস অনুষদের ডিন শিবলী রুবায়েত উল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সাল আহমেদ, উন্নয়ন সমন্বয়ের এমিরেটস ফেলো ড. এনামুল হক, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, কমিশন চেয়ারপারসন ইকবাল খান চৌধুরী ও বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বক্তব্য দেন।
এবিএন/মমিন/জসিম