সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীউলা ও প্রতাপনগরে ৫টি সাইক্লোন সেন্টারের উদ্বোধন

শ্রীউলা ও প্রতাপনগরে ৫টি সাইক্লোন সেন্টারের উদ্বোধন

শ্রীউলা ও প্রতাপনগরে ৫টি সাইক্লোন সেন্টারের উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা), ২৯ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ৫টি সরকারি প্রাইমারি স্কুল কাম সাইক্লোন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীউলার বকচর ও থানঘাটা বকচর প্রাইমারি স্কুল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।

প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা এলজিইডি নির্বাহি প্রকৌশলী শামসুজ্জামান, সওজ নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ.ব.ম মোছাদ্দেক, শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, আব্দুল আলিম, শেখ মিরাজ আলী, দিপঙ্কর সরকার, বীর মুক্তিযোদ্ধা আমীর আলী জোয়ার্দ্দার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অসীম চক্রবর্তী। প্রত্যেকটি সাইক্লোন শেল্টার প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার গুলো ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্য অতিথিবৃন্দ।

এছাড়া সাংসদ কোলা গ্রামে একটি সংবর্ধনা অনুষ্ঠানে এবং মাড়িয়ালা বাজারে একটি জনসভায় যোগ দেন। প্রধান অতিথি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন- আগামী কয়েক মাসের মধ্যে আশাশুনিতে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে।

নির্বাচনের আগেই আশাশুনি-কোলাঘোলা সড়কসহ আশাশুনির সকল ঝুঁকিপূর্ণ রাস্তা গুলি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হবে। ৩০ জুনের মধ্যে মানিকখালী সেতুর কাজ সম্পন্ন হবে। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হলে আসন্ন সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত