বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মদনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

মদনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

মদন (নেত্রকোনা), ২৯ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার মদন পৌর সদরে টিটু ভৌমিকের স্বর্ণের দোকানে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আল আমীন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেওশ্রী গ্রামের আইন উদ্দিনের ছেলে।

স্বর্ণকার টিটু ভৌমিক জানান, আজ বৃস্পতিবার দুপুর ১২টায় আল আমীন প্রতিদিনের ন্যায় বাজার সদাই করে আমার দোকানে রাখার জন্য প্রবেশ করলে শটসার্কিটে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়ে।

নিহতের চাচাতো ভাই জয়নাল জানান, অসাবধানতার কারণে আমার ভাই আল আমীন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফজলে বারী ইভান জানান, বিদ্যুতায়িত হয়ে আহত আল আমীনকে হাসাপতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মদন থানাকে লিখিতভাবে অবগত করা হয়েছে।

মদন থানার ওসি শওকত আলী জানান, বিদ্যুৎস্পৃষ্টে পাশ্ববর্তি উপজেলা আটপাড়ার আল আমীন নামের এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ প্রেরণ করেছি।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত