![অভয়নগরে কথাকলির তিনদিন ব্যাপী নাট্য মেলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/jessore_abnews_24_132759.jpg)
অভয়নগর (যশোর), ২৯ মার্চ এবিনিউজ : যশোরের অভয়নগরে কথাকলির তিনদিন ব্যাপি নাট্য মেলা গতকাল বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে।
কথাকলি নামে নাট্য সংগঠনটি ২৮ শে মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত নওয়াপাড়া ইনস্টিটিউটে তিনদিন ব্যাপি নাট্য মেলার আয়োজন করে। উদ্ধোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত দাস শান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন,বিশিষ্ট নাট্যকার অধ্যাপক অচিন্ত কুমার ভৌমিক, প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নাট্যকার ঝুনা চৌধুরী।
এবিএন/মো. সেলিম হোসেন/জসিম/এনকে