![দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/debhata-abnews_24_132770.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ২৯ মার্চ এবিনিউজ :দেবহাটা ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আজ বৃহষ্পতিবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ।
প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা আলফাতুন্নেছা, অভিভাবক সদস্য সাংবাদিক কে.এম রেজাউল করিম, অভিভাবক সদস্য মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শাহজাহান আলী রাজু, আব্দুর রব লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/নির্মল