![পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/election_abnews_132771.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ২৯ মার্চ, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন-২০১৮ আজ বৃহস্পতিবার বারের মিলনায়তনে সন্ধ্যা ৬টায় সম্পন্ন হয়। এতে প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে ১ ভোট বেশী পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দীপক কুমার শীল। তিনি মোট ভোট পান ৫১।
তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সাবেক সভাপতি একেএম শাহাজাহান উদ্দিন। তিনি পান ৫০ ভোট। ৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল উদ্দিন। তার প্রতিদ্বন্ধী মোহাম্মদ ফোরকান পান ৩৯ ভোট। ৮৫ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক নির্বাচিত হন সৈয়দ নুর মোস্তাফা। তার নিকটতম প্রতিদ্বন্ধী এ্যাড. রহিমা বেগম পান ৩৯ ভোট।
বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি সাধন বিকাশ ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মিন্টু আশ্চার্য্য, সাংস্কৃতিক সম্পাদক সামশুল আলম, কার্যকরী সদস্য যথাক্রমে পিন্টু কুমার দে, রাজেন কান্তি দাশ, মো. ফাহিম ইছহাক।
নির্বাচন কমিশনার জিতেন্দ্র লাল দত্ত জানান, সকাল ১১টায় ভোট গ্রহণ শুরু হয় এবং তা বিকেল ৪টা পর্যন্ত এক নাগাড়ে চলে। এতে মোট ভোটার ছিলেন ১৩৪। ভোট কাস্ট হয় ১২৪। তার মধ্যে ১ জন ভোটার সভাপতি পদে ভোট প্রদানে বিরত ছিলেন।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি