শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

গফরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

গফরগাঁও (ময়মনসিংহ), ২৯ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি মটরসাইকেল ভাংচুর ও উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে।

গুরুত্বর আহত হেলাল উদ্দিনের ছেলে রাসেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাগুয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন বন্ধ রয়েছে। সম্প্রতি একটি পক্ষ্য বালু উত্তোলন করতে চাইলে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের আবারও বিরোধের সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদ বালু উত্তোলকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ্য সংর্ঘষে জড়িয়ে যায়।

এ সময় হামলায় একটি মটরসাইকেল ভাংচুর ও উভয় পক্ষ্যের ৬ জন আাহত হয়। গুরুত্বর আহত হেলাল উদ্দিনের ছেলে রাসেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ভাংচুর হওয়া মটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন নিয়ে আধিপত্য বিস্তারে এ ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে আইগত ব্যাবস্থা নেওয়া হবে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত