বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পিরোজপুরে ১০টি কোচিং সেন্টার সিলগালা

পিরোজপুরে ১০টি কোচিং সেন্টার সিলগালা

পিরোজপুর, ২৯ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের শহরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা ১০টি কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে সিলগালা করে দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসফিকা হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসফিকা হোসেন জানান, নিয়ম ভহিভূত ভাবে জেলা শহরের বিভিন্ন স্থানে কোচিং সেন্টার গুলো গড়ে উঠেছিল। এছাড়া তারা বিদ্যালয় চলাকালিন সময়ে কোচিং সেন্টার চালাতো। তাই শহরের বিভিন্ন স্থানের ১০ টি কোচিং সেন্টার বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে।

এছাড়া সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কোচিং না করানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো জানান, অবৈধ্য এ কোচিং সেন্টার বন্ধের অভিযান জেলা প্রশাসন থেকে অব্যাহত থাকবে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত