শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভালুকায় হত্যা মামলার আসামীকে ধরে পুলিশে সোর্পদ

ভালুকায় হত্যা মামলার আসামীকে ধরে পুলিশে সোর্পদ

ভালুকায় হত্যা মামলার আসামীকে ধরে পুলিশে সোর্পদ

ভালুকা (ময়মনসিংহ),২৯ মার্চ এবিনিউজ : উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের জেসমিন হত্যা মামলার প্রধান আসামী আবুল কাশেম (৪৫) কে গ্রামবাসীর সহযোগিতায় দৌরাইয়া ধরে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ী বাজারে।

মল্লিকবাড়ী ওয়ার্ড মেম্বার শামসুল হক জানান,আবুল কাশেম কে প্রথমে ওই এলাকার একজন মহিলা দেখে চিৎকার দেয় খুনি খুনি বলে। পরে বাজারে আগত জনগন ও দোকানদাররা তাকে ধরতে গেলে সে দৌড় দেয়।

পরে তাকে দৌরাইয়া ধরে আমাকে খবর দেয়। আমি ভালুকা মডেল থানাকে অবহিত করলে তারা এসে আবুল কাশেম কে নিয়ে যায়।

ভালুকা মডেল থানার তদন্ত অফিসার মাজহারুল ইসলাম জানান, তাকে ধরতে পুলিশ অনেক অভিযান করছে । সে অত্যন্ত ধৃর্ত প্রকৃতির লোক । আজকে মল্লিকবাড়ীতে জনগন তাকে ধরে আমাদের কাছে দেয়।

সে প্রায় ১বছর আগে জেসমিনকে হত্যা করে পালিয়ে বেরাচ্ছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত