শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাশুয়াড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা

বাশুয়াড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা

অভয়নগর (যশোর), ২৯ মার্চ, এবিনিউজ : “জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় থেকে বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী সংগঠন অঙ্গীকারের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিতে সভায¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এস এম খায়রুল বাসার এবং বিশেষ অতিথি ছিলেন বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন।

ফাতেমা তাজনীন জেরিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালযের সহকারি প্রধান শিক্ষক পঙ্কজ কুমার বিশ্বাস, “অঙ্গিকার” এর উপদেষ্টা মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ, সদস্য আলিমুল সরদার, নাইম রহমান, ছাব্বির আকুঞ্জী, রায়হান মোল্যা, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, রাকিবুল ইসলামসহ বিদ্যালযের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষর্থীদেও ‘যে মুখে ডাকি মা, সেই মুখে মাদক না’-এই অঙ্গিকার করান।

উল্লেখ্য, অঙ্গিকার সংগঠনের সকল সদস্যই অধুমপায়ী এবং মাদক বিরোধী। ইতিমধ্যে তারা শুভরাড়া ইউনিয়ন থেকে মাদক তাড়াতে ভূমিকা রাখার শপথ গ্রহণ করেছেন।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত