![লালমনিরহাটে মাদকসহ গ্রেফতার ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/lalmonirhat-abnews_24_132782.jpg)
লালমনিরহাট (রংপুর), ২৯ মার্চ এবিনিউজ : লালমনিরহাটে ভারতীয় ফেন্সিডিলসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, সদর থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার সকালে মোগলহাট এলাকায় অভিযান চালায় ।
এ সময় ২০ বোতল ফেন্সিডিলসহ রবিউল আউয়াল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। রবিউল সদর উপজেলার কর্ণপুর মাঝাটারী এলাকার আব্দুল মজিদের পুত্র। একই সময় হাতীবান্ধা থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় ২০ বোতল ফেন্সিডিলসহ ফুল খান আলী ও বাবুল কান্টা ফ্রান্সিস নামে দুই মাদক ব্যবসায়ীকে ও ৭ বোতল ফেন্সিডিলসহ আহসান হাব্বি আলিফ, রকি হোসেন ও মিতুথ আলী নামে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এনকে