![আমাদী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের উপনির্বাচনে আসমত আলী বিজয়ী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/koyra_132783.jpg)
কয়রা (খুলনা), ২৯ মার্চ, এবিনিউজ : উপজেলার ১নং আমাদী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বর পদে আসমত আলী গাজী টিউবওয়েল প্রতিকে ১১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এসএম বিল্লাল হোসেন তালা প্রতিকে ১১৭৩ ভোট পেয়েছেন।
অপর প্রার্থী মো. নরুল ইসলাম মোরগ প্রতিকে ২৩ ভোট পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, চার মাস পূর্বে ঐ ওয়ার্ডের নির্বাচিত মেম্বর আরিফুর রহমান বাবুর মৃত্যুজনিত কারণে পদটি শূণ্য হলে প্রশাসন উপ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. বাহাউল ইসলাম।
বিজয়ী প্রার্থী আসমত আলী গাজী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জনগণ দ্বিতীয়বার ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি ওয়ার্ডবাসীসহ সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এবিএন/শাহীন/জসিম/এমসি