রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবা‌ন সদর থানায় ক‌মি‌উনি‌টি প‌ু‌লি‌শিং-এর আ‌লোচনা সভা

বান্দরবা‌ন সদর থানায় ক‌মি‌উনি‌টি প‌ু‌লি‌শিং-এর আ‌লোচনা সভা

বান্দরবা‌ন সদর থানায় ক‌মি‌উনি‌টি প‌ু‌লি‌শিং-এর আ‌লোচনা সভা

বান্দরবান, ২৯ মার্চ, এবিনিউজ : বান্দরবান সদর থানার উদ্যোগে আজ বৃহ‌স্প‌তিবার সকা‌লে সদর থানা গোলঘ‌রে কমিউনিটি পুলিশিং এর এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার অ‌ফিসার-ইননচার্জ মো. গোলাম ছরোয়ার ও ১নং রাজ‌বিলা ইউ‌পি চেয়ারম্যান ক্যঅংপ্রু মার্মা, জামছ‌ড়ি মুখ ৭নং ওয়া‌র্ডের ইউ‌পি মেম্বার ক্যশৈমং মার্মা, ম‌হিলা মেম্বার ক্রানু প্রু মার্মা, পাড়া কারবা‌রী মংচ প্রু মার্মা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য মংসিংনু মার্মা এবং বান্দরবান সদর থানার কমিউনিটি পুলিশিং অফিসার এসআই মোঃ শাহ আলম।

রাজ‌বিলা ইউ‌পি চেয়ারম্যান ক্যঅংপ্রু মার্মার সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় স্থানীয় ওয়ার্ড মেম্বার ও কমিউনিটি পুলিশিংএর সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা শুভেচ্ছা জ্ঞাপন ও বক্তব্য করেন।

সভায় সভাপ‌তির বক্তব্যে রাজ‌বিলা চেয়ারম্যান ব‌লেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রশাসন ও জনগ‌ণের মাঝে সেতু বন্ধন গড়ে উঠ‌বে।

সভায় বক্তারা আ‌রো ব‌লেন, সমাজে চোর, ডাকাতির মত অপরাধ বৃদ্ধি, মাদক দ্রব্যের সহজলভ্যতা, মাদক সেবনে যুব সমাজ ধ্বংস, ইভটিজিং, পারিবারিক কোহল বৃদ্ধি পাচ্ছে এতে করে মারত্মক সামাজিক অবক্ষয় ঘটছে বলে তারা অ‌ভিমত ব্যক্ত ক‌রেছেন। অপরাধীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর জন্য এবং অপরাধ নিয়ন্ত্রনে পুলিশকে সহযোগীতা করার জন্য জনগন‌কে প‌লি‌শের পক্ষ‌থে‌কে অনু‌রোধ জানান।

অনুষ্ঠানে বান্দরবান সদর থানার অ‌ফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কার‌ণে বর্তমানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে প‌লিশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গুরত্বপুর্ণ ভূমিকা পালন করে যা‌চ্ছেন। চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপসহ অন্যান্য ছোট খাটো সামাজিক অপরাধ কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে বন্ধ করা সম্ভব হ‌চ্ছে। মাদক নির্মূলের জন্য বিশেষভাবে সকলকে সহযোগিতা করার জন্য সক‌লে সহ‌যো‌গিতা দরকার। সমাজ থেকে বাল্য বিবাহসহ ইভটিজিং বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন ও ভবিষ্যতে যাতে সাধারণ জনগণ শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্যে সকলকে সচেতন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগীতা করার জন্য আহ্বান জানান।

তি‌নি আ‌রো ব‌লেন, বান্দরবানের সর্বস্তরের জনসাধারণকে জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাড়ানোর বিষ‌য়ে অব‌হিত ক‌রেন। সন্তানের অভিভাবকদের প্রতি উদ্দেশ্য করে তি‌নি ব‌লেন সন্তানদের সার্বক্ষনিক খোঁজ খবর রাখবেন। নতুন কোন লোকজন এলাকায় আসলে বা তাদের সন্দেহজনক গতিবিধি সংক্রান্তে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে তি‌নি সক‌লের প্র‌তি অনুরোধ করেন।

এবিএন/মোহাম্মদ আব্দুর র‌হিম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত