বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কলাপাড়ায় ৫ ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীদের বিজয়

কলাপাড়ায় ৫ ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীদের বিজয়

কলাপাড়ায় ৫ ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীদের বিজয়

কলাপাড়া (পটুয়াখালী), ২৯ মার্চ, এবিনিউজ : প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কলাপাড়া উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নের পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং ১ জন আওয়ামী লীগের বিদ্রহী প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। আর অন্যদিকে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলনের পাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বেশ কিছু ভোট পেয়ে প্রার্থীরা আলোচনায় উঠে আসেন।

উপজেলার বহুল আলোচিত ধানখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রিয়াজ তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করেন।

মিঠাগঞ্জ ইউনিয়নে কাজী হেমায়েত উদ্দীন হিরন (নৌকা), বালিয়াতলী ইউপিতে এবিএম হুমায়ুন কবির (নৌকা), ডালবুগঞ্জ ইউপিতে আব্দুস সালাম সিকদার (নৌকা), চম্পাপুর ইউপিতে মো.রিন্টু তালুকদার (নৌকা) জয়লাভ করেন।

সাধারণ ভোটাররা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার কারণে দীর্ঘদিন পরে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে বলে তারা আনন্দিত। আর এ কারণে নির্বাচনী এলাকাগুলোতে চলছে উৎসবের আমেজ।

এবিএন/তুষার হালদার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত