শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

বদলগাছী (নওগাঁ), ৩০ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মথুরাপুর ইউপির গোবরচাঁপা-জাবারীপুর হাট সড়কের কান পাড়া মোড়ে ঘটনাটি ঘটে। আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের কাঠ ব্যবসায়ী শরিফ উদ্দীন (৫৫) মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে শরিফের মাথা থেথলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীন বলেন, ঘটনার পরেই শরীফের লাশ নিয়ে কানুপুর গ্রামের বাড়ি নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত