শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে ভিক্ষুক পুনর্বাসিত

বদলগাছীতে ভিক্ষুক পুনর্বাসিত

বদলগাছী (নওগাঁ), ৩০ মার্চ, এবিনিউজ : বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নে একজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমৃদ্ধি প্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন “দাবি মৌলিক উন্নয়ন সংস্থা” কর্মসূচি বাস্তবায়ন করে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান আতাব আলী নামের ওই ভিক্ষুকের হাতে পুনর্বাসনের লক্ষ্যে একটি গাভী, মুদি দোকানের জন্য মালামাল, একটি ঢোপঘর হস্তান্তর করেন।

এছাড়াও ওই পরিবারকে ১৫ দিনের খাদ্য সামগ্রী দেয়া হয়। এসব সামগ্রীর মোট মুল্য ১ লাখ টাকা। দাবি মৌলিক উন্নয়ন সংস্থা ওই ইউনিয়নে প্রতি বছর ২ জন ভিক্ষুককে পুনর্বাসনের যে উদ্যোগ হাতে নিয়েছে এটি তারই অংশ।

এ উপলক্ষে বিলাসবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দাবির সাধারণ পরিষদের সদস্য মো. কায়েস উদ্দিন এবং দাবির নির্বাহী পরিচালক আশরাফুননাহার সীমা।

পরে সেখানে খুলনার ঐতিহ্যবাহী পটগান এবং বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয়ক সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত