বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় ইয়াবাসহ আটক ১

আখাউড়ায় ইয়াবাসহ আটক ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ৩০ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউায় ৪ হাজার ৮২০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি দল।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকা থেকে মো. ইলু মিয়া (৫৩)কে আটক করা হয়। আটক ব্যক্তি হলো আখাউড়া উপজেলার সিমনগর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে গতকাল বৃহস্পতিবার রাতে তুলাইশিমুল এলাকা হয়ে কতিপয় মাদক ব্যবসায়ী একটি বড় অংকের চালান নিয়ে ঢাকা যাবে।

উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুলাইশিমুল গ্রামের সফিক টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে অভিযান চালিয়ে মাদকচোরাকারবারী মো. ইলু মিয়া আটক করে।

এসময় তার দেহ তল্লাশী করে ৪ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৮ হাজার টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ)/২৫ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত