বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ফরিদপুরের ১১ ইউপি নির্বাচন

আ.লীগ ৬, বিএনপি ৩ ও স্বতন্ত্র ১ প্রার্থী জয়ী

আ.লীগ ৬, বিএনপি ৩ ও স্বতন্ত্র ১ প্রার্থী জয়ী

ফরিদপুর, ৩০ মার্চ, এবিনিউজ : ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন ও বিএনপির ৩ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।

এর মধ্যে অম্বিকাপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবু সাইদ বারী চৌধুরী বারী পেয়েছেন ৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির জয়নাল আবেদীন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৭৫৮ ভোট।

কানাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের ফকির মো. বেলায়েত হোসেন পেয়েছেন ১১ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আহিদ মোল্লা পেয়েছেন ৮ হাজার ৮১৪ ভোট।

ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত শহিদুল ইসলাম মজনু নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান চৌধুরী পংকজ ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।

গেরদা ইউনিয়নে আওয়ামী লীগের জাহিদুর রহমান নৌকা প্রতীকে ৭ হাজার ৮০৬ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির রেজাউল করিম পেয়েছেন ৬ হাজার ২৩৩ ভোট।

আলিয়াবাদ ইউনিয়নে আওয়ামী লীগের ওমর ফারুক ডাবলু ৪ হাজার ৫৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী বিএনপির সামসুল আলম বাবলু ২ হাজার ২৯২ ভোট পেয়েছেন।

কৈজুরী ইউনিয়নে আওয়ামী লীগের ইফতেখার আহম্মেদ ইকু পেয়েছেন ১০ হাজার ২৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির নাজিম উদ্দিন ৫ হাজার ৭৬ ভোট পেয়েছেন।

ডিক্রীরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মেহেদী হাসান মিন্টু পেয়েছেন ৪ হাজার ৬১২ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের সাদেকুজ্জামান মিলন পাল পেয়েছেন ৩ হাজার ৩৩৮ ভোট।

মাচ্চর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ মুন্সী পেয়েছেন ৬ হাজার ৮৫৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের সরোয়ার হোসেন সন্টু পেয়েছেন ৬ হাজার ৭৬৮ ভোট।

চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. মির্জা সাইফুল ইসলাম আজম ৫ হাজার ৪০২ ভোট। নিকটতম হয়েছেন স্বতন্ত্র পার্থী মো. হাফিজুর রহমান ৫ হাজার ৩৬৭ ভোট।

এছাড়া নর্থচ্যানেল ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান মোস্তাক ৬ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোফাজ্জেল হোসেন পয়েছে ৫ হাজার ৫২১ ভোটা।

নির্বাচন কর্মকর্তা বলেন, কিষ্ণনগর ইউনিয়নের একটি সেন্টারে ভোট গণনা নিয়ে প্রার্থীদের আপত্তি থাকায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা হয়নি। তবে প্রাপ্ত ভোটে বিএনপির মোস্তফা হোসেন এগিয়ে রয়েছেন।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত