শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মনোহরদীতে মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা সমাবেশ

মনোহরদীতে মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা সমাবেশ

নরসিংদী, ৩০ মার্চ, এবিনিউজ : নরসিংদীর মনোহরদীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মানসম্মত শিক্ষা উদ্যোগ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহরদী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে পৌর এলাকার সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সমাবেশের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিকী।

মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদ উল্লাহ, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মু. ফজলুল হক, সহ-সভাপতি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দীন ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল ছগির ও পৌর আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা যাদু, মনোহরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক ও মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজতবা জুয়েল প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিকী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, তার সঙ্গে সামাজিক ও পারিবারিক শিক্ষার মিশ্রণ থাকতে হবে। সেই সঙ্গে প্রতিটি শিক্ষককে আদর্শিক শিক্ষাদান করতে হবে। তাহলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

এবিএন/সজল ভূইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত