![শেরপুরে মাদক বিরোধী সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/sova_abnews_132844.jpg)
শেরপুর (বগুড়া), ৩০ মার্চ, এবিনিউজ : বগুড়ার শেরপুরে ভাদড়া যুব সমাজের আয়োজনে ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভাদড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. এস.এম খায়রুল বাশার সোহাগ, মির্জাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা, বেলাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ সকল পর্যায়ের নের্তৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বগুড়ার ব্যান্ডদল ঠিকানার পরিবেশনায় এক মোনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি