![কুলাউড়ায় রেললাইন ২ জনের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/molovibazar_abnews24_132845.jpg)
মৌলভীবাজার, ৩০ মার্চ, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশন মাঝামাঝি নর্তন এলাকায় ঢাকা-সিলেট রেললাইন থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এসব লাশ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন- জয় ও সন্ধ্যা রানি। তাদের বাড়ি কুলাউড়ার মেরিনা চা বাগান এলাকায়।
কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনীর হোসাইন বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন। তাদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে জানা যাবে।
এবিএন/সাদিক/জসিম