
ঠাকুরগাঁও, ৩০ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সহধর্মিনী মমেনা খাতুন (৭১) এর নামাজে জানাযা ও পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে ১ম নামাজে জানাযা শেষে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বটের হাট ঈদগাহ মাঠে ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
পরে এমপি দবিরুল ইসলামের পারিবারিক গোরস্থানে তার স্ত্রী মমেনা খাতুনকে দাফন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
জানাযায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। আগামী রবিবার মরহুমের কুলখানি তার গ্রামের বাসভবন বড়বাড়িতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বুধবার রাত সোয়া ১১টার সময় এমপি দবিরুল ইসলামের স্ত্রী মমেনা খাতুন অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর সময় স্বামী, ২ ছেলে, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এছাড়াও গতকাল বৃহস্পতিবার বিকেলে এমপি দবিরুল ইসলাম তার স্ত্রীর লাশ বাড়িতে রেখে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সভাপতিত্ব করেন।
এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি