![দুর্গাপুর-নাজিরপুর রোডে ইজিবাইক চলাচল বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/bike_abnews_132853.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ৩০ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুর-নাজিরপুর রোডে ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৬ মাস ধরে সরাসরি ইজিবাইক চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে পৌচেছে।
আজ শুক্রবার সরেজমিনে গিয়ে জানা গেছে, দুর্গাপুরের পাশ্ববর্তি কলমাকান্দা উপজেলার উল্লেখযোগ্য বড় একটি ইউনিয়ন নাজিরপুর। এখানকার পড়াশুনা, কেনাকাটাসহ সকল কিছুই দুর্গাপুরের সাথে সংযোগ। ইজিবাইক চালকদের একটি ঠুনকো ঘটনা নিয়ে প্রায় ৬ মাস ধরে সরাসরি দুর্গাপুর-নাজিরপুর রোডে বন্ধ রয়েছে ইজিবাইক চলাচল।
দুর্গাপুর থেকে মধুয়াকোনা নামক স্থানে বাইক যাওয়ার পর বাইক বদল করে অন্য বাইক দিয়ে নাজিরপুর যেতে হয়। ২ দিন পর এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় উদ্বিগ্নে রয়েছেন শিক্ষার্থীসহ অবিভাবকগন।
এ বিষয়ে দুর্গাপুর ইউএনও মোঃ মামুনুর রশীদ যুগান্তরকে বলেন, আমি বেশ কয়েকবার বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেছি। আজ/কালের মধ্যেই কলমাকান্দা উপজেলার ইউএনও ও স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করবো।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি