![আনন্দ-উচ্ছাসে বট-পাকুড় গাছের বিয়ে!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/chirirbandar-marriage_abnew_132857.gif)
চিরিরবন্দর (দিনাজপুর),৩০মার্চ, এবিনিউজ :শাড়ি পড়ে টোপর মাথায় দিয়ে বউ বটেশ্বরী ও ধূতি-পাঞ্জাবী পড়ে টোপর মাথায় দিয়ে বর পাকুড় গাছ।
ধুমধামের সাথে আনন্দ-উচ্ছাসে সম্পন্ন হয়েছে বট আর পাকুড় গাছের বিবাহের অনুষ্ঠান। এ বিয়ের অনুষ্ঠান দেখতে শ’ শ’ মানুষ ভিড় জমিয়েছে বিয়ে বাড়িতে। বিয়ে অনুষ্ঠানটি গত কাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের গুরুচন্দের বাগানে হয়েছে।
সকাল ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলে বিয়ের কার্যক্রম। বিয়ের আয়োজন করেন রসুলপুর গ্রামের রমেশ বটু (৪৫)। বিয়ে বাড়িতে মিষ্টি বিতরণ এবং আগত অতিথিদের আপ্যায়নও করা হয়। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ায় সনাতন ধর্মাবলম্বী রীতিনীতি অনুযায়ী চলে আনুষ্ঠানিকতাও।
বিয়ের দিন সকাল থেকেই ওইবাড়িতে বর-কনেকে দেখতে উৎসুক শ’ শ’ মানুষ ভিড় জমায়। বিয়ে অনুষ্ঠানে নাম কীর্তন ও উলু ধ্বনী দেয়া হয়। রমেশ বটু জানায়, ১০বছর পূর্বে ভগবানের নিকট পরিবারের সূখ-শান্তি ও মঙ্গল কামনা বট-পাকুড় গাছের বিয়ের মানত করে।
সেই অনুযায়ী বটগাছ ও পাকুড় গাছ এক সঙ্গে রোপন করেন। বিয়ে দেখতে আসা উপজেলার বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় জানান, ভগবানের আশির্বাদকল্পে তাঁর এ আয়োজন।
আমরা শুনে দেখতে এসেছি। বিয়ে দেখতে আশেপাশের ক’টি গ্রামের লোকজন আসায় এলাকায় সাড়া পড়েছে।
এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/এনকে