বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দাম বাড়ার আশঙ্কা পেঁয়াজের

দাম বাড়ার আশঙ্কা পেঁয়াজের

ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : গত বছরের নভেম্বর মাস থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে ব্যবসায়ীরা বলছেন যেকোনো সময় বাড়তে পারে পেঁয়াজের এই দর। প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে আপনা আপনি পেঁয়াজের দাম বেড়ে যায়। এই দাম বাড়ার জন্য মজুদকারীদের দোষ দিচ্ছেন পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ, শান্তিনগর, হাতিরপুল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। বর্তমানে পাইকারি বাজারে ২৮ টাকা এবং খুচরা বাজারে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

গত দুই থেকে তিন সপ্তাহ ধরে পেঁয়াজ এবং সবজির বাজার স্থিতিশীল রয়েছে। কিছু কিছু সবজির দাম কম বেশি হলেও জনসাধারণের সাধ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন আদাসহ সব ধরনের সবজির দাম।

আজকের খুচরা বাজারে দেশে উৎপাদনকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। অন্যদিকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আদা ১০০ থেকে ১১০ টাকা, রসুন মানভেদে ৫০ থেকে ৯০ টাকা এবং কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে।

অন্যদিকে সবজির বাজারে দেখা যায়, বেগুন (কালো) ৩০ টাকা (সাদা) ৩৫ টাকা, করলা ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, টমেটো ৩০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, সজনে ডাটা ৭০ টাকা, শিম ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং শসা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত ১৫ দিন থেকে চালের বাজার রয়েছে মোটামুটি স্থিতিশীল। এরমধ্যে মোটা স্বর্ণা চালের দাম কিছু কম বেশি হলেও চিকন চালের দাম ছিল একই রকম।

তবে ব্যবসায়ীরা বলছেন নতুন ফসল উঠলে চালের দাম আরো কমে আসবে। বৈশাখ মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে উঠতে শুরু করবে নতুন ধান। তখন ৬২ থেকে ৬৩ টাকা কেজি দরে বিক্রি হওয়া চাল ৬০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।

আজকের বাজারে স্বর্না চাল বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৫ টাকা, বি আর-২৮ চাল ৪৮ থেকে ৫০ টাকা, মিনিকেট মানভেদে ৬২ থেকে ৬৪ টাকা এবং পোলাও চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

অন্যদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের সাথে সামঞ্জস্য রয়েছে মাছের দাম। আজকের বাজারে রুই ২০০ থেকে ২৫০ টাকা, কাতল ২৫০ থেকে ৩০০ টাকা, চিংড়ি আকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা, চাষ করা কই মাছ ১৬০ টাকা, পাঙ্গাস ১১০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা এবং ইলিশ আকারভেদে ৫০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে আজ।

মাংসের বাজার ঘুরে গত সপ্তাহের সাথে আজকের বাজারের কোনো পরিবর্তন দেখা যায়নি। আজকের বাজারে গরুর মাংস ৪৮০ টাকা, খাসি ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা এবং পাকিস্তানি লাল মুরগি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত