শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

বড়াইগ্রাম (নাটোর),৩০ মার্চ, এবিনিউজ :নাটোরের বড়াইগ্রামে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় বাবার উপর অভিমানে আজ শুক্রবার দুপুরে তানজিলা পারভীন (১৭) নামে এক এসচএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছেন।

তানজিলা উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাজিতপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে। সে আসন্ন এইচএসসি পরীক্ষায় বড়াইগ্রাম অর্নাস কলেজের ছাত্রী হিসাবে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ফরম ফিলাপ করেছিল।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী পরিবারের বরাত দিয়ে জানান, তানজিলা এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। ওই যুবকে জামাতা হিসাবে মানতে রাজি না হওয়ায় বাবার সাথে সম্পর্কের অবনতি হয় তানজিলার।

এই বিষয় নিয়ে সকালে বাবা-মেয়ের বিতর্কের এক পর্যায় শারীরিক ভাবে নির্যাতন করেন বাবা তৈয়ব আলী। পরে তৈয়ব আলী মাঠে চলে যায় কাজ করতে আর মা প্রতিবেশীর বাড়িতে যায়। এসময় তানজিলা নিজঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে পরে।

পরে তার বাবা বাড়িতে ফিরে মেয়ের ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীদের খবর দেয়। তিনি আর জানান, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে লাশ দাফন করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি।

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত